Saturday, October 8, 2016

বেদনার গল্প চিন্তা ...



মাঝে মাঝে কেমন যেন এক অজানা কষ্টে বুকটা হিমশীতল হয়ে যায়,
যার শীতলতা বুকের গভিরে কষ্টের স্রোতের মত নামতে থাকে,
শিরা উপশিরা, রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে যায় যার হিমপরশ
স্তব্ধ নিরবতা আর দূর সুদুরের পানে বিস্তৃত ক্লান্ত দৃষ্টি
যেন চোখে পরেও পরে না কোন কিছু,
মন যেন অনেক গভির ভাবনায় রত,
অথচ কোন কুল নেই , কিনারা নেই সেই অন্তহীন ভাবনাদের আনাগোনার
অসংখ্য ... অগনিত, আসতেই থাকে, আসতেই থাকে,
যেন কুয়াশার মাঝে কাফনে জড়ানো সব মূক আর বধিরদের নিরব মিছিল,
অথবা হয়ত সৃতির,
আশ্চর্য ! তারা কোন কথাতো বলেনা, শুধু নিরবে অনেক না বলা কথা তারা নিয়ে আসে,
হয়ত কালের কোন গহীন নিস্তব্ধ প্রান্তর থেকে তারা তুলে নিয়ে আসে কোন গোপন বার্তা ,
হারিয়ে যাওয়া মলিন, বিবর্ণ কোন স্বপ্ন,
অথবা না পাওয়ার কোন কঠিন সূক্ষ্ম ব্যাথা,
মন চায় না সেগুলো নিতে, অথচ নীরবে কেমন যেন এক কষ্টের ভাললাগার আবেদনে তারা রয়েই যায় মনের মাঝে,
যেন হাত বাড়িয়ে শুধু কষ্টই নিতে ভাল লাগে,
মুঠো মুঠো স্বপ্ন আর মুঠো মুঠো কষ্ট !
...
 কেন এমন হয় ... ?!!

No comments:

Post a Comment