Sunday, October 30, 2016
ধিক, শত ধিক – Shame… you Parents… Shame
মানুষের নিজ স্বার্থপরতা, লোভ, মিথ্যা সুখের মোহ কখনও কখনও মানুষকে পশু বানিয়ে দেয় আর তার খেসারত দেয় এরকম নিস্পাপ, কোমল কিছু অভাগা আদরণীয় সন্তানেরা। যারা নিজেদের বাবা মার জঘন্য স্বার্থপরতা, অবহেলা, ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞতা, মূর্খতা, সঠিক প্ল্যানিঙের অভাব, হিংসা, অকৃতজ্ঞতা এই সব কোমল অন্তরগুলোকে ছিন্ন ভিন্ন করে দেয়। ফুটপাতে বাড়ে গৃহহীন, পিতৃ-মাতৃ পরিচয় হীন তথাকথিত আমাদের জঘন্য সমাজের ভাষায় "জারজ (:()" সন্তানেরা। জখন তাদের সামনে ধনীর দুলাল দুলালীরা বাবা, মায়ের হাত ধরে আনন্দে উচ্ছল হয়ে ছুটে চলে এই রঙ্গিন পৃথিবীর বুকে, তখন বাবা, মায়ের লালসার স্বীকার এই সব অভাগা "জারজ" নামের কলঙ্কিত সন্তানেরা দেখে তাদের চারিদিকে ঘৃণা, অপ্রাপ্তি, অবহেলা, করুনা, বঞ্চনা, হীনমন্যতা আর কাপুরুষতার ঘন কালো মেঘ। যার নিকষ কালো আধার ভেদ করে আসেনা উচ্ছল আনন্দের কোন বিদ্যুৎ ছটা। অভিমান তাদের হৃদয়কে আচ্ছাদিত করে রাখে। না বলা কষ্টগুলো তাদের মুখের চপল কথার মালাকে কেড়ে নিয়ে তাদেরকে করে দেয় মৌন, নিসচুপ। অথচ তাদের জঘন্য মানসিকতার বাবা-মায়েরা তখন বিভোর থাকে তাদের নোংরা লালসা চরিতার্থ করার জন্য। তাদের চারিদিকে তখন সুখের সামগ্রীর কোন অভাব থাকে না। অভাব থাকে শুধু এই সব মাসুম বাচ্চাগুলোর শুধু একটু ছোট্ট চাওয়া, শুধু একটু কোমল মনের তীব্র চাওয়া। তার আদরের বাবা-মা কে নিয়ে সুখের একখানি ঘড়, বাবার একটু শাসন, আদর, মায়ের মমতা, স্নেহ, বাবার অভয়ে নিরাপত্তার এক অনুভব। অথচ আজ সমাজে এই ধরনের অনাচার দিন দিন বাড়ছেই আর বাড়ছে মানুষের নিচতা, লোভ আর লালসা, স্বার্থপরতা, যার বলী হচ্ছে হাজারো, লক্ষ কোমল অন্তর। ... ধিক, শত ধিক সেই সব লোভী, স্বার্থপর আর লালসাময়ি নারী আর পুরুষদেরকে, যারা বাবা-মা নামের স্বর্গীয় সম্পর্ককে পদদলিত করে নিজেদের ঘৃণিত স্বার্থপরতার জন্য, নিজেদের অবুঝ সন্তানদেরকে ঠেলে দেয় চির জিবনের জন্য অন্ধকার এক ভয়াবহ পরিনতির দিকে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment